News71.com
 Bangladesh
 12 Sep 23, 11:05 AM
 186           
 0
 12 Sep 23, 11:05 AM

চলতি মাসেই বাড়ছে ডিজেলের দাম॥

চলতি মাসেই বাড়ছে ডিজেলের দাম॥

 

 

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করতে যাচ্ছে সরকার। চলতি সেপ্টেম্বর মাসেই এ ঘোষণা আসছে। এর ফলে শুরুতেই ডিজেলের দাম বাড়তে যাচ্ছে। তবে স্থানীয়ভাবে উৎপাদিত অকটেনের দাম কমতে পারে। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে এ তথ্য জানা গেছে। আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। রাশিয়া ও সৌদি আরব জ্বালানি তেলের সরবরাহ আরও কমানোর ঘোষণা দেওয়ায় বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। এ দাম আরও বাড়ার পূর্বাভাসও দিচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। স্বাভাবিকভাবে বাড়ছে পরিশোধিত তেল ডিজেলের দামও। দেশে জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ডিজেল। চাহিদা পূরণে এই ডিজেলের ৮০ শতাংশের বেশি আমদানি করতে হয়। বর্তমানে দেশে প্রতি লিটার ডিজেল বিক্রিতে ৯-১০ টাকা লোকসান হচ্ছে বলে বিপিসির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন