নিউজ ডেস্কঃ জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএনডিপির এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজাসহ ছয় সদস্যর একটি প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় তারা দাতা সংস্থাটির বিভিন্ন কাযর্ক্রম পরিদর্শন করেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লক-এল-১৭ তে পৌঁছান প্রতিনিধি দলটি। পরে তারা আইএমও অবস্থিত রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে আইএমও এর একজন কর্মকর্তা প্রতিনিধি দলকে রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টারের মধ্যে সংরক্ষিত রোহিঙ্গাদের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষ্য বহনকারী বিভিন্ন জিনিসপত্র প্রদর্শন করে বিস্তারিত বিবরণ তুলে ধরেন। এরপরে একদল রোহিঙ্গাশিল্পী প্রতিনিধি দলকে বাদ্যযন্ত্র বাজিয়ে একটি রোহিঙ্গা সংগীত (তারানা) গেয়ে শুনান। এরপর ক্যাম্প-১৭ এইচ/৭১ ব্লকে অবস্থিত ইউএনসিআর-এনজিও ফোরাম ও ব্র্যাক ধারা পরিচালিত পাইলট প্রজেক্টের আওতাধীন মডেল ভিলেজ পরিদর্শন করেন।