News71.com
 Bangladesh
 14 Sep 23, 12:13 AM
 66           
 0
 14 Sep 23, 12:13 AM

শেখ হাসিনার সঙ্গে বাইডেনের বৈঠক প্রসঙ্গে যা বললেন মিলার

শেখ হাসিনার সঙ্গে বাইডেনের বৈঠক প্রসঙ্গে যা বললেন মিলার

 

 

 

নিউজ ডেস্কঃ ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে অবাধ, মুক্ত, সংযুক্ত, সমৃদ্ধ, নিরাপদ ও স্থিতিস্থাপক দেখার অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। যুক্তরাষ্ট্র তার এ নীতির প্রতি শ্রদ্ধাশীল। আমাদের ইন্দো-প্যাসিফিক কৌশলের উদ্দেশ্য ও অবস্থান এটাই। গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন মার্কিন মুখপাত্র ম্যাথিউ মিলার। 

 

ম্যাথিউ মিলারের কাছে প্রশ্ন করা হয়— জি-২০তে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে সাইডলাইনে বৈঠক হয়েছে এবং তাদের মধ্যে ভালো কথোপকথন হয়েছে বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন। যদিও আমরা এ বিষয়ে হোয়াইট হাউস অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনোরকম বিবৃতি অথবা অন্য কোনো কিছু দেখিনি। জবাবে তিনি বলেন, আমি মনে করি ওই মিটিং সম্পর্কে প্রকাশ্যে কথা বলেছে হোয়াইট হাউস। বলা হয়েছে, অন্য নেতাদের সঙ্গে প্রেসিডেন্টের পাবলিক মিটিং হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন