News71.com
 Bangladesh
 20 Sep 23, 12:58 AM
 70           
 0
 20 Sep 23, 12:58 AM

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মতপ্রকাশের স্বাধীনতায় জোর যুক্তরাষ্ট্রের॥

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মতপ্রকাশের স্বাধীনতায় জোর যুক্তরাষ্ট্রের॥

 

 

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সিলর ডেরেক শোলের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এবং আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শীর্ষ ব্যক্তির সঙ্গে নিউইয়র্কে অনুষ্ঠিত আলাদা বৈঠকে যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতায় আবারও জোর দিয়েছে। সোমবার জাতিসংঘ সদর দপ্তরে বৈঠক দুটি অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে আলাপ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সিলর ডেরেক শোলে। শোলে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচন প্রসঙ্গে আলাপ করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়। 

 

পরে মার্কিন এই কূটনীতিক এক্স-পোস্টে (সাবেক টুইট) বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার গুরুত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতার বিষয়ে কথা বলেছেন। এ ছাড়া, অর্থনৈতিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন প্রসঙ্গেও আলাপ হয়েছে তাঁদের মধ্যে।’   শোলেকে মোমেন বলেন, শেখ হাসিনার সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গে সোমবার আলাদা বৈঠক করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন