News71.com
 Bangladesh
 03 Oct 23, 11:26 PM
 140           
 0
 03 Oct 23, 11:26 PM

মার্কিন ভিসানীতির পরোয়া করে না আওয়ামী লীগঃ ওবায়দুল কাদের

মার্কিন ভিসানীতির পরোয়া করে না আওয়ামী লীগঃ ওবায়দুল কাদের

 

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কোথায় স্যাংশন, কোথায় ভিসানীতি? ভিসানীতির পরোয়া করে না আওয়ামী লীগ। তলে তলে সব আপস হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, যথাসময়ে নির্বাচন হবে।’ মঙ্গলবার (৩ অক্টোবর) সাভারের আমিনবাজারে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক শান্তি সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনের দম ফুরিয়ে গেছে, তারা যত ষড়যন্ত্র করুক না কেন যথাসময়েই নির্বাচন হবে। ভিসানীতির পরোয়া করে না আওয়ামী লীগ।’ তিনি আরো বলেন, ঢাকার সাথে দিল্লির আপস হয়ে গেছে। দিল্লির যেমন বাংলাদেশের দরকার আবার বাংলাদেশেরও দিল্লিকে প্রয়োজন রয়েছে। আগামী মাসে সেমিফাইনাল, জানুয়ারিতে ফাইনাল। বিএনপি খেলায় ফাউল করছে। নিষেধাজ্ঞার হুমকি-ধমকি শেষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন