News71.com
 Bangladesh
 03 Dec 23, 03:33 PM
 73           
 0
 03 Dec 23, 03:33 PM

জনগণ যাকে চাইবে, তারাই ক্ষমতায় বসবেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জনগণ যাকে চাইবে, তারাই ক্ষমতায় বসবেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে-এমনটাই চাই। এ নির্বাচনে যেন কোনো ধরনের হানাহানি না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এ নির্বাচনের দিকে বিদেশিরা তাকিয়ে আছে। তারা সুষ্ঠু ভোটের তাগিদ দিচ্ছে। আমাদেরও চাওয়া অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। পাশাপাশি তাদের দেখাতে চাই-আমরাও সুষ্ঠু ভোট করতে পারি। তিনি আরও বলেন, দিনদিন আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে। আমরা কারচুপির ভোটে বিশ্বাসী না। জনগণ যাকে খুশি ভোট দেবে। জনগণ যাকে চাইবে, তারাই ক্ষমতায় বসবে। আমি নৌকার প্রার্থী দিয়েছি। প্রার্থীরা নিজের জনপ্রিয়তা দিয়ে জিতে আসুক। কোথায় কে দাঁড়াল, কে দাঁড়াল না, সেটা আমার বিষয় নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

 

শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ কয়েকজন সাবেক ছাত্রনেতা এবং জেলা আওয়ামী লীগের নেতা সাক্ষাৎ করেন। এ সময় তাদের সঙ্গে অনির্ধারিত বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সূত্র জানায়, বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত অনির্ধারিত বৈঠকে আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, মাগুরা-১ আসনের মনোনয়নবঞ্চিত বর্তমান এমপি সাইফুজ্জামান শিখরসহ অনেকে উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত এক নেতা জানান, অনির্ধারিত বৈঠক হলেও এতে অনেক কথাই হয়েছে। নেত্রীর মূল বার্তা হচ্ছে, নৌকাপ্রাপ্ত সবাইকে প্রতিযোগিতামূলক ভোটের মাধ্যমে জিতে আসতে হবে। কার বিরুদ্ধে কে দাঁড়িয়েছে, কে কার লোক, সেটা দেখার বিষয় নয়-গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনই নেত্রী উপহার দিতে চান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন