News71.com
 Business
 20 Mar 24, 11:01 AM
 104           
 0
 20 Mar 24, 11:01 AM

পুঁজিবাজারে পতন॥ দীর্ঘ লাল রেখায় কমছে পুঁজি

পুঁজিবাজারে পতন॥ দীর্ঘ লাল রেখায় কমছে পুঁজি

নিউজ ডেস্কঃ লাগাতার দরপতন হচ্ছে দেশের পুঁজিবাজারে। এতে চিন্তিত হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। যদিও এভাবে ধারাবাহিক পতনের সুনির্দিষ্ট কোনো কারণ দেখছেন না তাঁরা। আবার ঘুরেফিরে অনেক কারণই আসছে আলোচনায়। কারণ জানা-অজানা, এক বা একাধিক–যেটাই হোক মাস দেড়েক ধরে বাজারের টানা পতনে পুঁজি হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিনিয়োগকারীরা। সর্বশেষ টানা আট কর্মদিবস এবং ২৪ কর্মদিবসের মধ্যে ২১ দিনই দরপতন হয়েছে। এতে সূচক ফিরে গেছে বছর তিনেক আগের অবস্থানে।

পুঁজিবাজারসংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সুদের হার বেশি হওয়ায় তারল্যসংকট দরপতন ত্বরান্বিত করছে বেশি। এর সঙ্গে গুজব, লভ্যাংশ-পরবর্তী দর সমন্বয়, আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি এবং মার্জিন ঋণ সমন্বয় করতে জোর করে বিক্রির মতো একাধিক বিষয় সক্রিয় এই পতনের পেছনে। গতকাল মঙ্গলবার ৮৪ পয়েন্টের বড় পতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আগের দিন সোমবার পড়েছিল ৭০ পয়েন্ট। দুই দিনে কমল ১৫৪ পয়েন্ট। আর ১১ ফেব্রুয়ারির পর ২৪ কর্মদিবসে ৬৩৩ পয়েন্ট কমে সূচক দাঁড়িয়েছে ৫ হাজার ৮১৪ পয়েন্টে। সূচকের এই অবস্থান ২০২১ সালের ২৩ মের পর সর্বনিম্ন। ওই দিন সূচক ছিল ৫ হাজার ৭৮৭ পয়েন্ট। এরপর সূচকটি আর এত নিচে নামেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন