News71.com
 Business
 11 Jul 24, 10:26 AM
 57           
 0
 11 Jul 24, 10:26 AM

ব্যাংকের শেয়ারের দাপটের দিনেও পুজিবাজারে সূচকের পতন॥

ব্যাংকের শেয়ারের দাপটের দিনেও পুজিবাজারে সূচকের পতন॥


নিউজ ডেস্কঃ অনেক দিন পর দেশের শেয়ার বাজারে দাপট দেখিয়েছে ব্যাংক খাতের শেয়ার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে দাম বেড়েছে ২২টির, কমেছে পাঁচটি ব্যাংকের শেয়ার দর। কিন্তু ব্যাংকের শেয়ারের এই দাপটের দিনেও ডিএসইতে সূচক কমেছে ২৬ পয়েন্টের বেশি। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রায় একই চিত্র। বাজারসংশ্লিষ্টরা বলেছেন, ঈদের পর গত কয়েক দিনে বেশ কিছু কোম্পানির শেয়ার দর বেড়েছে। এতে অনেক বিনিয়োগকারী মুনাফা তুলে নিচ্ছেন। সংশ্লিষ্টরা বলেছেন, বিভিন্ন শেয়ারের দাম যে অনেক বেড়েছে তা নয়, কিন্তু বিনিয়োগকারীরা একধরনের আস্থাহীনতা থেকে একটু মুনাফা হলেই তা তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ২৬৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টির। এতে এই বাজারের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৬.১৯ পয়েন্ট কমে ৫৫৬৮ পয়েন্টে নেমে গেছে। সংবিষ্টরা বলেছেন, গতকাল অধিকাংশ কোম্পানির শেয়ার দরই কমেছে। এতে প্রধান মূল সূচকটি আরও বেশি কমত। কিন্তু ব্যাংকের শেয়ারের উত্থানে তা খুব বেশি নিচে নামেনি। এই বাজারের অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমে ১২১৯ পয়েন্টে আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১৯৫৮ পয়েন্টে অবস্থান করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন