নিউজ ডেস্ক: প্রতি কেজি পরিশোধিত লবণের দাম চার টাকা কমিয়ে ৩৮ টাকা নির্ধারণ করেছে লবণ পরিশোধনকারী চারটি কোম্পানি। এই কোম্পানিগুলো হচ্ছে, এসিআই, পূবালী, মোল্লা ও ক্রিস্টাল সল্ট। আবার এদিকে মধুমতি সল্ট তাদের লবণের দাম ৩ টাকা ২০ পয়সা কমিয়ে কেজিপ্রতি ২১ টাকা ৬০ পয়সা করেছে।
এছাড়া দেশে অপরিশোধিত লবণের দাম বস্তাপ্রতি ১ হাজার ৩৫০ টাকা থেকে কমে ১ হাজার টাকা হয়েছে। সম্প্রতিক সময়ে বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনকে চিঠি দিয়ে এ তথ্য বলেছে পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো।
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ বছর অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশীয় লবণ উৎপাদনের কাজ ব্যাহত হয়েছে। জোয়ারের জলের কারণে কিছুদিন লবণ উৎপাদনের কাজ বন্ধ ছিল। এ সংকট নিরসনের জন্য সাময়িকভাবে দেড় লক্ষ টন লবণ আমদানির অনুমতি দেয়া হয়েছে।
এ বিষয়ে ব্যবসায়ীরা বলেছেন, আমদানি করা লবণের প্রথম চালান নিয়ে একটি জাহাজ আগামী রোববার চট্টগ্রাম বন্দরে পৌঁছবে। ওই জাহাজে ৪৮ হাজার টন লবণ আসছে।