নিউজ ডেস্ক : আগের দিনের ধারাবাহিকতায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্বমূখী প্রবনতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।এদিন সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম।তবে কমেছে লেনদেন।বুধবার আজ ডিএসইতে মোট ৩১৮ টি কো¤পানির ১৮ কোটি ৪৬ লাখ ৯৩ হাজার ৭০১ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৬০৭ কোটি ১৫ লাখ ৫৯ হাজার ৩৯০ টাকা।ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১১.৯৫ পয়েন্ট বেড়ে ৪৬৭৬.৭৬ পয়েন্ট,ডিএস-৩০ মূল্য সূচক ১.২৩ পয়েন্ট বেড়ে ১৭৫৩.৮০ পয়েন্ট এবং ডিএসইএস শরীাহ্ সূচক পয়েন্ট ১.২০ বেড়ে ১১১৯.৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৬ টির,কমেছে ১২১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টি কোম্পানির শেয়ার।
টাকার অংকে লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কো¤পানি হলো:শাশা ডেনিমস,বিবিএস,কাশেম ড্রাইসেল,গোল্ডেন হারভেস্ট,অ্যাকমী ল্যাব, স্কয়ার ফার্মা,ওরিয়ন ফার্মা, ইস্টার্ন হাউজিং লিঃ, বিডি থাই ও ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংক।দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০ কো¤পানি হলো: ড্রাগন সোয়েটার, রিজেন্ট টেক্স, কাশেম ড্রাইসেল,স্যালভো কেমিক্যাল, সেন্ট্রাল ইন্সুরেন্স, ওরিয়ন ফার্মা, শাশা ডেনিমস, ইস্টার্ন লুব্রিকেন্টস, ঢাকা ইন্সুরেন্স ও গোল্ডেন হারভেস্ট।অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:মোজাফ্ফর হোসেন স্পিনিং, ফু-ওয়াং সিরামিকস, বিডি অটোকারস, কে অ্যান্ড কিউ, দুলামিয়া কটন,তসরূফা ইন্ডাঃ, মিথুন নিটিং, মডার্ন ডাইং, পাওয়ার গ্রীড ও লিব্রা ইনফিউশন।