নিউজ ডেস্কঃ সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে মূল্য সূচকের ঊর্ধ্বমুখিতা লক্ষ করা গেছে। এ দিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির মিচুয়াল ফান্ড ও শেয়ার দর। বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে এক হাজার ৬৫৯ কোটি আট লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ২৪২ কোটি ২৪ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে এক হাজার ৪১৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২১৩টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স সূচক ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৪২২ পয়েন্টে। ডিএসইএস সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৫৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৩৪ পয়েন্টে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ১০৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭০৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৯টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।