News71.com
 Business
 30 Mar 16, 11:20 AM
 1161           
 0
 30 Mar 16, 11:20 AM

৫ মাস বন্ধ থাকার পর আবার শুরু হচ্ছে কাঁচাপাট রফতানি ।।.......

৫ মাস বন্ধ থাকার পর আবার শুরু হচ্ছে কাঁচাপাট রফতানি ।।.......

নিউজ ডেস্কঃ ৫ মাস বন্ধ থাকার পর আবার শুরু হচ্ছে কাঁচাপাট রফতানি। এতে মন্দা ব্যবসার ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে পারবে বলে আশা করছে ব্যবসায়ীরা। এমন সিদ্ধান্তে অভ্যন্তরীণ চাহিদার বিপরীতে কাঁচাপাটের সরবরাহে কোন ঘাটতি হবে না। বরং আগামী মৌসুমে চাষিরা পাটের ভালো দাম পাবে বলে মনে করছে পাট ও বস্ত্র অধিদপ্তর।

ধান, চাল, চিনিসহ ৬টি পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাস্তবায়নে গত বছরে ৩ নভেম্বর ৫ মাসের জন্য কাঁচাপাট রফতানি বদ্ধ করা হয়। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পাটের ভালো চাহিদা থাকলেও অভ্যন্তরীণ সরবরাহ ঠিক রাখতে, এর ঠিক ১ মাস পর পাট রফতানিতে জারি করা হয় অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা। এতে বিপাকে পড়েন কাঁচাপাট রফতানি কারকরা। এরপর গত সোমবার এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছে ব্যবসায়ীরা।

গ্লোবাল জুট ট্রেডিং লি. ব্যবস্থাপনা পরিচালক কামরান উদ্দিন বলে, আমি মনে করি এটা ভালো সিদ্ধান্ত। তবে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে যেন আগামীতে রফতানি বন্ধ করতে না হয়, সেজন্য কৃষক পর্যায়ে সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের।

জুট ও জিও টেক্সটাইল গবেষক অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন বলে, 'এখন যেহেতু লোকাল মার্কেটের জন্য কাঁচাপাট ধরে রাখার দরকার নাই। তাই এই সময়টা আমরা এক্সপোর্ট করতে পারি।' গত ৫ অর্থবছরের পাট অধিদপ্তরের তথ্য-উপাত্তে দেখা যায় প্রতি বছর শেষে গড়ে মজুদ থেকেছে ১০ লাখ বেলের বেশি কাঁচাপাট। তাই রফতানির সুযোগ চালু হওয়ায় সব পক্ষই লাভবান হবে বলে দাবি পাট অধিদপ্তরের।

পাট অধিদপ্তরের অর্থ ও প্রশাসন পরিচালক মোহাম্মদ কেয়ায়েত উল্লাহ বলে প্রায় ২৫ লক্ষ বেলের উপরে পাট বর্তমানে আছে আমাদের কাছে। আগামী ৪-৫ মাস আমাদের সর্বোচ্চ ১৫ লক্ষ বেল বা তার কাছাকাছি সময় লাগতে পারে। তবে রফতানি বন্ধ থাকাকালীন ৩ নভেম্বরে আগে খোলা ২৫১টি এলসির বিপরীতে ২ লাখ ৭৭ হাজার বেল কাঁচাপাট রফতানির সুযোগ পেয়েছে ব্যবসায়ীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন