নিউজ ডেস্ক : বুধবার (২২ মার্চ) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারের দর বেড়েছে আজ। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। দিনের প্রথম ঘণ্টায় বেলা সাড়ে ১১ টা পর্যন্ত ডিএসইতে ৩৭০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৪০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৭৪ পয়েন্টে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ২৯৬ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৬ টির, কমেছে ৬৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টির শেয়ার দর। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮২৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৮৭ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৯ টির, কমেছে ৫১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭ টির।