নিউজ ডেস্ক : চলতি সপ্তাহে পূর্ব ঘোষণানুযায়ী বিনিয়োগকারীদের জন্য ১০ কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে মতে, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, এশিয়া প্যাসেফিক জেনারেল ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, ওয়ান ব্যাংক, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ফনিক্স ফাইন্যান্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর লভ্যাংশ সংক্রান্ত পর্ষদ সভা অনুষ্ঠিত হবে চলতি সপ্তাহে।
এর মধ্যে দুটি কোম্পানির পর্ষদ সভা মঙ্গলবার (২৮ মার্চ) অনুষ্ঠিত হবে। বাকি আটটি কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও এশিয়া প্যাসেফিক জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
এদিকে বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল ৩টায় ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড, ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও বিকেল সাড়ে ৩ টায় ফনিক্স ফাইন্যান্স ও বিকাল ৪ টায় সিটি ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।