News71.com
 Business
 29 Mar 17, 10:45 PM
 1037           
 0
 29 Mar 17, 10:45 PM

পুজিবাজারে গত দিনের চেয়ে বেড়েছে লেনদেনের পরিমান

পুজিবাজারে গত দিনের চেয়ে বেড়েছে লেনদেনের পরিমান

নিউজ ডেস্ক : পুজিবাজারে গত দিনের চেয়ে লেনদেনের পরিমান বৃদ্ধি পেয়েছে। আজ বুধবার (২৯ মার্চ) সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচকে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন উভয় স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। তবে এদিন উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন গত কার্যদিবসের চেয়ে বেড়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ৪ দশমিক ১৭ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ১৩ দশমিক ২০ পয়েন্ট কমেছে। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ২১৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৬২ কোটি ৪৩ লাখ টাকা। ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ১৩৪ কোটি ৮৮ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৯৯৫ কোটি ৯৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৩৮ কোটি ৯৫ লাখ টাকা। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৩৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে  ১ হাজার ৩০০ পয়েন্টে এবং ৪ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৯৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৯ টির, কমেছে ১৯৮ টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সিটি ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, এবি ব্যাংক, আইডিএলসি, বেক্সফার্মা, আল আরাফা ইসলামী ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, অ্যাকমি ল্যাবরেটরিজ, বিএসআরএম স্টিল এবং ইউসিবি ব্যাংক।

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৮৩ কোটি ৪৫ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ১৬ কোটি ৯৫ লাখ টাকার বেশি।

এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৩ দশমিক ২০ পয়েন্ট কমে ১০ হাজার ৭৭৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৫ দশমিক ৯৯ পয়েন্ট কমে ১৭ হাজার ৭৭৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৮ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৯১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১৬৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৭টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- যমুনা অয়েল, ইস্টার্ন ব্যাংক, ঢাকা ব্যাংক, বেক্সফার্মা, মেঘনা পেট্রোলিয়াম, সিটি ব্যাংক, বিএসআরএম লিমিটেড, এবি ব্যাংক, বিএসআরএম স্টিল এবং আইএফআইসি ব্যাংক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন