News71.com
 Business
 10 Apr 17, 12:39 AM
 1579           
 0
 10 Apr 17, 12:39 AM

পুজিবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতায় শুরু হয়েছে এ সাপ্তাহের লেনদেন

পুজিবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতায় শুরু হয়েছে এ সাপ্তাহের লেনদেন

নিউজ ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন ডিএসইতে সূচক কমেছে ৩৫ পয়েন্ট।পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। এর ফলে টানা তিন কার্যদিবস ডিএসইতে সূচক কমলো।

রবিবার দিন শেষে ডিএসইতে ৩২৮ টি কোম্পানির ২৩ কোটি ২৩ লাখ ২০ হাজার ৩৮৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৭৭৭ কোটি ২৩ লাখ ২১ হাজার ৮৯৪ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ৩৫.৬১ পয়েন্ট কমে ৫৭০০.৭৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৪.৬৩ পয়েন্ট কমে ২১১৯.৫৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক (ডিএসইএস) ৮.৪৫ পয়েন্ট কমে ১৩০৪.২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৬ টির, কমেছে ২১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো : সাইফ পাওয়ার, আরএসআরএম স্টিল, বেক্সিমকো লিঃ, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ওয়ান ব্যাংক, এসিআই লিঃ, বেক্সিমকো ফার্মা ও আইডিএলসি।দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : রিজেন্ট টেক্সটাইল, ওয়ান ব্যাংক, যমুনা ব্যাংক, ন্যাশনাল হাউজিং, শমরিতা হাসপাতাল, ইবিএল ফার্স্ট মি. ফা., জাহিন টেক্স, আইডিএলসি, প্রাইম ব্যাংক ও প্রাইম ১ আইসিবি মি. ফা.।

অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- পূবালী ব্যাংক, সাভার রিফ্রেক্টরীজ, ফারইস্ট ফাইন্যান্স, সাইফ পাওয়ার, সেন্ট্রাল ফার্মা, এশিয়া ইন্সুরেন্স, দেশবন্ধু পলিমার, মার্কেন্টাইল ইন্সুরেন্স, ন্যাশনাল ফীড মিল ও মেট্রো স্পিনিং।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন