নিউজ ডেস্ক : ২০১৭ সালের ৩১ মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিচালনা পর্ষদের সভা করবে এটলাস বাংলাদেশ লিমিটেড। আজ সোমবার (১০ এপ্রিল) বিকেল ৫ টায় সভাটি অনুষ্ঠিত হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানিয়েছে। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) প্রতিষ্ঠানটি শেয়ারপ্রতি ১ টাকা ৫০ পয়সা লোকসান করেছে, যেখানে আগের বছর একই সময়ে লোকসান ছিল ৯১ পয়সা। ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৬৬ টাকা।
৩০ জুন সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে এটলাস বাংলাদেশ। সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, গেল হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৫ পয়সা। ২০১৪ হিসাব বছরে ১০ শতাংশ নগদ ও ১০ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। তখন বোনাস শেয়ার সমন্বেয়ের পর শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৩৬ পয়সা। ডিএসইতে সর্বশেষ ১৩২ টাকা ৭০ পয়সায় এটলাস বাংলাদেশের শেয়ার হাতবদল হয়। গত এক বছরে এর দর ৯৯ টাকা থেকে ১৫৩ টাকার মধ্যে ওঠানামা করে।