নিউজ ডেস্কঃ আর মাত্র একদিন বাকি,এরপর শুরু হবে মাহে রমজান। আর এই রমজানের আগেই চট্টগ্রামে উত্তাপ ছড়াচ্ছে গরুর মাংসের দাম। কাঁচা বাজারগুলোতে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকা। ক্রয় সীমার বেশি মূল্য হওয়ায় এসব বাজারে মাংসের ক্রেতার সংখ্যা খুবই কম। আজ শুক্রবার নগরীর প্রধান বাজার বহদ্দারহাট,কর্ণফুলী বাজার,রেয়াজুদ্দিন বাজার,বক্সির হাটে এ চিত্র দেখা যায়। তবে বাজারে মাছের দাম তুলনামূলক কম। তাই অনেক ক্রেতার পছন্দ এখন নানা প্রকারের মাছ। তাছাড়া সবজির দামও স্থিতিশীল রয়েছে।
বাজারের মাংস ক্রেতা হামিদ হোসাইন বলেন,এক সপ্তাহ আগেও প্রতি কেজি মাংস ৫০০ থেকে ৫৫০ টাকা বিক্রি হয়েছিল। কিন্তু এখন বিক্রি হচ্ছে ৬৫০ টাকা। মগের মুল্লুকের মত অবস্থা। দেখে মনে হচ্ছে কারো উপর কোনো নিযন্ত্রণ নেই। যে যা যেভাবে পারছে বিক্রি করছে। সরকারের উচিত বাজারটা আরো কঠোরভাবে মনিটরিং করা। রেয়াজুদ্দিন বাজারের মাংস ক্রেতা আবদুর রাজ্জাক বলেন,চড়া মূল্যে গরু কিনতে হয় বলে আমাদেরও বেশি মূল্যে বিক্রি করতে হয়। যে দামে বিক্রি করছি তা অনেকের সাধ্যের বাইরে তা আমরা জানি। কিন্তু আমাদের তো কোনো উপায় নেই।