নিউজ ডেস্কঃ ২০১৭-১৮ অর্থবছরের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে। গত বৃহস্পতিবার ডিএসইতে ৮০১ কোটি টাকার শেয়ারের হাত বদল হয়। এটি আজ বেড়ে দাঁড়িয়েছে ৮৫৫ কোটি ১৩ লাখ ৩০ হাজার ৫৬৯ টাকা। ডিএসইর তথ্যমতে,আজ মোট ৩২৯ টি কোম্পানির ২৫ কোটি ৩২ লাখ ১৮ হাজার ৮৩৭ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। তবে এদিন সূচক সামান্য কমেছে।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ১.৪৩ পয়েন্ট কমে ৫৬৫৪.৬২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫.০৫ পয়েন্ট কমে ২০৭৮.৭৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক (ডিএসইএস) ০.৭৬ পয়েন্ট বেড়ে ১২৯৭.৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৯ টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: রিজেন্ট টেক্স,ডরিন পাওয়ার,লঙ্কাবাংলা ফাইন্যান্স,এএফসি এগ্রো,আইসিবি,বেক্সিমকো লিঃ, বারাকা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার,শাহাজীবাজার পাওয়ার ও ফু-ওয়াং ফুড।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : বিডি অটোকারস্,রূপালী ব্যাংক, ফু-ওয়াং ফুড,খান ব্রাদার্স, বিডি ফুড,আনলিমা ইয়ার্ন,জেমিনি সি ফুড,সিটি জেনারেল ইন্সুরেন্স ও হাক্কানী পাল্প। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : রিপাবলিক ইন্সুরেন্স,জনতা ইন্সুরেন্স,সুহৃদ ইন্ডাস্ট্রিজ,সিভিও পিআরএল,বিডি কম খুলনা পাওয়ার,বেক্সিমকো সিনথেটিক্স,আইসিবি সোনালী১,মডার্ন ডাইং ও ইউনাইটেড এয়ার।