News71.com
 Business
 17 Jul 17, 11:20 PM
 1876           
 0
 17 Jul 17, 11:20 PM

ডিএসইতে লেনদেন ও সূচক উভয়ই কমেছে।।  

ডিএসইতে লেনদেন ও সূচক উভয়ই কমেছে।।   

নিউজ ডেস্কঃ মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্যে দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দাম কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে আজ ১১৪৭ কোটি ৬০ লাখ ৭৯ হাজার ৪০৯ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১৫ কোটি ৮৬ লাখ টাকা কম। আজ ৩২৯ টি কো¤পানির ৩১ কোটি ৯৮ লাখ ৭৩ হাজার ৬৫৫ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের হাতবদল হয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৮২ টির, কমেছে ২১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার।

এদিকে প্রধান মূল্যসূচক বা ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ২০.২৯ পয়েন্ট কমে ৫৮২৪.৪৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক পয়েন্ট ০.৩৩ কমে ২১৩৩.০৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক (ডিএসইএস) ৩.২৮ পয়েন্ট কমে ১৩২৪.১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো- কনফিডেন্স সিমেন্ট, ইফাদ অটোস, কেয়া কসমেটিকস, মবিল যমুনা বিডি, সায়হাম টেক্স, বাংলাদেশ বিল্ডিং, ডরিন পাওয়ার, লংকাবাংলা ফাইন্যান্স, আফতাব আটো ও ফু-ওয়াং ফুড।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- বিডি অটোকারস, ইউনিক হোটেল, আইপিডিসি, এপেক্স স্পিনিং, এপেক্স স্পিনিং, আইসিবি এএমসিএল সেকেন্ড মি. ফা., কনফিডেন্স সিমেন্ট, সায়হাম টেক্স, ফরচুন সু’জ, রংপুর ফাউন্ড্রি ও শাহাজীবাজার পাওয়ার। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ইউনাইটেড ইন্সুরেন্স, মেঘনা পেট, মেঘনা কনডেন্সড মিল্ক, কে অ্যান্ড কিউ, ফু-ওয়াং ফুড, শাইনপুকুর সিরামিকস, টুংহাই ইন্ডাঃ, জেনারেশন নেক্সট, কেয়া কসমেটিকস ও নূরানী ডাইং।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন