News71.com
 Business
 14 Jan 16, 06:28 AM
 2306           
 0
 14 Jan 16, 06:28 AM

শনিবার থেকে ভোজ্য তেলের মুল্য লিটার প্রতি ৫ টাকা কমবে।। ক্রেতারা খুশী......

শনিবার থেকে ভোজ্য তেলের মুল্য লিটার প্রতি ৫ টাকা কমবে।। ক্রেতারা খুশী......

নিউজ ডেস্ক : বাংলাদেশে এই প্রথম ঘোষনা দিয়ে ভোজ্যতেলের দাম কমানোর উদ্যোগ নেয়া হয়েছে।শনিবার থেকে লিটারপ্রতি ৫ টাকা কমানোর ঘোষণা দিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে এক বৈঠক শেষে বাংলাদেশ ভোজ্যতেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদনকারী সমিতির সভাপতি ফজলুর রহমান এ ঘোষণা দেন। তিনি জানান বাণিজ্যমন্ত্রীর অনুরোধে সাড়া দিয়ে ভোজ্যতেলের দাম কমানোর এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।উল্লেখ্য সব ধরনের ভোজ্যতেলের দাম লিটারে পাঁচ টাকা করে কমানোর সিদ্ধান্ত হয়েছে।আগামী শনিবার থেকে এটা কার্যকর হবে। পরে সাংবদিক ব্রিফিংএ বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “যেহেতু আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমেছে, তাই বাংলাদেশের বাজার নিয়েও আমি তাদেরকে অনুরোধ করেছিলাম। ব্যবসায়িরা আমার অনুরোধ রেখেছেন এবং সকল প্রকার ভোজ্য তেলের ক্ষেত্রে শনিবার থেকে ওপাচটাকা কমানোর সিদ্ধান্ত কার্যকর হবে। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন ও এ কে আজাদ ও নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি সেলিম ওসমানসহ বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন