News71.com
 Business
 24 Jun 16, 12:58 PM
 1151           
 0
 24 Jun 16, 12:58 PM

ইংল্যান্ডে গনভোটের ফলাফল প্রকাশিত হওয়ায় ইউরোপের পর এশিয়ার পুঁজিবাজারেও ধস নেমেছে.......

ইংল্যান্ডে গনভোটের ফলাফল প্রকাশিত হওয়ায় ইউরোপের পর এশিয়ার পুঁজিবাজারেও ধস নেমেছে.......

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নে থাকা না-থাকা নিয়ে গণভোটর প্রভাব শুধু ইউরোপে নয়, পড়েছে এশিয়ার পুঁজিবাজারেও। আজ লন্ডন স্টক এক্সচেঞ্জে এফটিএসই ১০০ সূচক খোলার মুখেই ৮ শতাংশ ধস নামে।

জাপানের স্টক এক্সচেঞ্জ সূচক নিক্কেই-২২৫ ৭ দশমিক ৭ শতাংশ কমে ১৪ হাজার ৯৮২ দশমিক ৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। দক্ষিণ কোরিয়ায় সূচক কোসপি ৩.৯ শতাংশ কমে ১ হাজার ৯০৯ দশমিক ১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ২০১১ সালের পর প্রথম এই ডলারের বিপরীতে কোরিয়ান মুদ্রার দাম সর্বোচ্চ কমল।

অস্ট্রেলিয়ার স্টক এক্সচেঞ্জের সূচক এএসএক্স/ ২০০ ৩ দশমিক ৪ শতাংশ কমে ৫ হাজার ১০০ পয়েন্টে দাঁড়িয়েছে। চীনের সাংহাই কম্পোজিট সূচক ১ দশমিক ২ শতাংশ কমে ২ হাজার ৮৫৭ দশমিক ৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এইদিকে হংকং এর স্টক এক্সচেঞ্চ হ্যাং স্যাং-এর সূচক ৪.৭ শতাংশ কমে ১৯ হাজার ৮৯৪ দশমিক ১২ পয়েন্টে পৌঁছেছে।

ভারতের মুম্বাইয়ের সেনসেক্স সূচক ৩.৪ শতাংশ কমে ২৬ হাজার ২২ দশমিক ৬০ পয়েন্টে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন