নিউজ ডেস্ক : বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা ও বানিজ্যে মন্দার কারণে বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম। বর্তমানে আউন্স প্রতি ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রতি আউন্স ১ হাজার ২শ' ৪০ ডলার দরে। আর রূপার দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৬০ শতাংশ। যুক্তরাষ্ট্র ও চীনের মতো বৃহত্তম অর্থনীতির দেশের প্রবৃদ্ধিতে ধীরগতি চলে আসায় স্বর্ণে বিনিয়োগকে নিরাপদ মনে করছেন ব্যবসায়ীরা।
আর্থিক মন্দার কারণে ইউরোপের ব্যাংকগুলোর শেয়ারের দরপতন হচ্ছে, সুদহার কম থাকলেও ঋণ নেয়ার পরিমাণ কমছে, এমনকি মুনাফার পরিমাণও বেশ কম। এ কারণেই অন্যান্য খাতে ব্যয় না করে স্বর্ণে বিনিয়োগকেই নিরাপদ হিসেবে দেখছেন তারা।