নিউজ ডেস্কঃ ৮ দিনের সফরে ভারতে এসেছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাতজন সরকারি কর্মকর্তা ও পশ্চিমবঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সদস্যরা। বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভারত চেম্বার অব কমার্সে আয়োজিত ‘ইন্ডিয়া বাংলাদেশ: নি¬উ হরাইজন অব ট্রেড অ্যান্ড বাইলেটারাল রিলেশনস’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিপু মুনশি। অনুষ্ঠানে ভারত চেম্বার অব কমার্সের সভাপতি এনজি খৈতান বলেন, এক সময় গরিব দেশ হিসেবে বাংলাদেশ স্বাধীন হয়। আজ তাদের আয় প্রায় ভারতের সমান। বাংলাদেশের এই উন্নতিতে পশ্চিমবঙ্গ গর্ববোধ করে। সে কারণে আমরা চাই, ব্যবসায়িক দিকে থেকে বাংলা এক হোক।
আর এ ক্ষেত্রে বেঙ্গল চেম্বার অব কমার্স এবং ভারত চেম্বার অব কমার্সকে একসাথে কাজ করতে হবে। বাংলাদেশে তৈরি হোক ভারত ডেস্ক, একইভাবে কলকাতার ভারত চেম্বার অব কমার্সে হোক বাংলাদেশ ডেস্ক। এদের কাজ হবে ব্যবসায়ীদের গাইড এবং সহযোগিতা করা। কারণ, আমরা মনে করি একহাতে বাঙালি আর বেশিদিন ব্যবসা করতে পারবে না। বাঙালিদের এক হতে হবে। খৈতানের প্রস্তাবে সম্মতি দিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাঙালিদের এগিয়ে আসতেই হবে। এ বিষয়ে ভারতকে হাত মুঠো করে রাখলে হবে না, হাতটা খুলতে হবে এবং এগিয়ে আসতে হবে।