News71.com
 Business
 08 May 22, 10:10 AM
 681           
 0
 08 May 22, 10:10 AM

বাদাম তেল উৎপাদন বাড়ানোর পরিকল্পনা প্রধানমন্ত্রীর।।

বাদাম তেল উৎপাদন বাড়ানোর পরিকল্পনা প্রধানমন্ত্রীর।।

নিউজ ডেস্কঃ আমদানি নির্ভর ভোজ্য তেলের সংকট সমাধানে পেঁয়াজের মতো করে দেশে সরিষা-বাদাম, তিলসহ অন্যান্য তেল উৎপাদন বাড়াতে উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (০৭ মে) গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা এখন অনেক পেঁয়াজ উৎপাদন করতে পারি। পেঁয়াজের জন্য আর কাঁদতে হবে না। এখন আছে ভোজ্য তেল। সেটাও আমরা যদি উদ্যোগ নিই, সমাধান করতে পারি।’ সয়াবিনের পাশাপাশি অন্য তেল উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে সরকারপ্রধান বলেন, ‘আমাদের দেশে একটা সময় বাদাম তেল হতো, একেবারে ছোট ছোট পরিসরে বাদাম থেকে তেল বানাতো। সেই তেল দিয়েই ভাজাপোড়াটা হতো। আমাদের সেদিকে আবার দৃষ্টি দিতে হবে। তাছাড়া আমাদের ভালো সরিষা হচ্ছে, তিল হচ্ছে। অন্যান্য যেগুলো তেল হয়, যেমন- ধানের কুড়া বা তুষ থেকে তেল হচ্ছে। এভাবে তেল উৎপাদনে কোন কোন পদ্ধতি নেওয়া যেতে পারে সেটা নিয়ে আমাদেরও নিজের পায়ে দাঁড়াতে হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন