News71.com
 Business
 07 Sep 22, 03:27 PM
 429           
 0
 07 Sep 22, 03:27 PM

কাটেনি ডলারের সংকট, ঠকছেন ছোট উদ্যোক্তারা

কাটেনি ডলারের সংকট, ঠকছেন ছোট উদ্যোক্তারা
 
 এমন পরিস্থিতিতে ডলারের দাম বেঁধে দেওয়া নিয়ে নতুন করে সভায় বসতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। কাল বৃহস্পতিবার ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বাফেদা) সঙ্গে এ নিয়ে সভা হওয়ার কথা রয়েছে।

জানা যায়, বেসরকারি খাতের আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে গতকাল এক রপ্তানিকারকের বিল নগদায়নে প্রতি ডলারে ৯২ টাকা ৮০ পয়সা দাম দেয়। আর আইএফআইসি ব্যাংক রপ্তানি বিল নগদায়নে দিয়েছে ৯৫ টাকা। প্রিমিয়ার ব্যাংক আমদানি দায় পরিশোধে প্রতি ডলারের জন্য ১০৭ টাকা পর্যন্ত নেয়। আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক নেয় ১০৩ টাকা। সব ব্যাংকের রপ্তানি ও আমদানি বিলে ডলারের দাম এর মধ্যেই।

খাদ্যশস্য ও সিমেন্টের কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠান সীকম গ্রুপ ও প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আমীরুল হক প্রথম আলোকে বলেন, ‘ঋণপত্র নিষ্পত্তির ক্ষেত্রে ১০৭-১০৮ টাকা গুনতে হচ্ছে। মাঝখানে একবার ১০৪-১০৫ টাকায় নিষ্পত্তি করার সুযোগ হয়েছিল। এত দামে ডলার কিনে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে। ডলার বিক্রি করে ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, রপ্তানিকারক সবাই ভালো মুনাফা করেছে। শুধু ক্ষতিতে পড়েছেন আমাদের মতো আমদানিকারকেরা।’

ব্যাংক কর্মকর্তারা জানান, সংকট কাটাতে অনেক ব্যাংক এখন আমদানি বিল পরিশোধের তারিখ পিছিয়ে দিচ্ছে। ফলে ডলারের চাহিদা আপাতত কমে এসেছে। এ জন্য রপ্তানি বিলে ডলারের বিপরীতে কম টাকা দেওয়া হচ্ছে। আর বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনে কেনাবেচায় এক টাকায় পার্থক্য রাখা হচ্ছে।

এদিকে গতকাল নিউইয়র্কের সোনালী এক্সচেঞ্জ ১০৭ টাকা ৫০ পয়সা দরে প্রবাসী আয় সংগ্রহ করেছে। আর স্মল ওয়ার্ল্ড, রিয়া, মানিগ্রামসহ অন্য কয়েকটি এক্সচেঞ্জ হাউস ১১৩ টাকা পর্যন্ত দামে প্রবাসী আয় কিনেছে। ফলে বাংলাদেশের ব্যাংকগুলোকে এর চেয়ে আরও বেশি দামে ডলার কিনতে হচ্ছে।

ব্যাংকের শীর্ষ নির্বাহীরা এখন আর ডলারের বাজার নিয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না। কারণ, ডলারের বাজার অস্বাভাবিক মুনাফা করায় ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক, সরিয়ে দিয়েছে এসব ব্যাংকের ট্রেজারি–প্রধানকে। নতুন করে ইস্টার্ণ ব্যাংককে নোটিশ দেওয়া হয়েছে। ফলে সব ব্যাংক কর্মকর্তারা আতঙ্কে ভুগছেন।

এদিকে বাংলাদেশ ব্যাংক গতকাল রিজার্ভ থেকে সাত কোটি ডলার বিক্রি করেছে। গতকাল দিন শেষে রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ৯০১ কোটি ডলারে। সংকট শুরু হলে গত মে মাস থেকে এক হাজার কোটি ডলারের (১০ বিলিয়ন) বেশি বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এই সময়ে ডলারের দাম বেড়ে ৮৬ টাকা থেকে ৯৫ টাকা হয়েছে।

ব্যাংকগুলো আমদানি দায় নিষ্পত্তির (বিসি সেল) ক্ষেত্রে ডলারের যে দাম ঘোষণা করছে, তা মানছে না। নিজেদের ঘোষিত দামের চেয়ে আমদানিকারকদের কাছ থেকে বেশি টাকা আদায় করছে। এতে পণ্য আমদানির খরচ বেড়ে যাচ্ছে। আর এই চাপ গিয়ে পড়ছে ভোক্তাদের ওপর। কারণ, তাঁদের বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। এভাবেই কয়েক মাস ধরে চলে আসছে।

বাংলাদেশ ব্যাংক শুধু সরকারি জ্বালানি ও জরুরি খাদ্য আমদানির দায় মেটানোর ক্ষেত্রেই প্রতি ডলার ৯৫ টাকা দরে বিক্রি করছে। যে কারণে ডলারের বাজার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নানা পদক্ষেপের পরও পণ্য আমদানির খরচ কমছে না। কেননা, ডলারের দাম কৃত্রিমভাবে আটকে রেখেছে বাংলাদেশ ব্যাংক। ফলে ব্যাংকগুলোর মধ্যে ডলার কেনাবেচাও চালু হচ্ছে না। বাজারও স্বাভাবিক হচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন