News71.com
 Business
 11 Sep 22, 08:42 PM
 402           
 0
 11 Sep 22, 08:42 PM

টিসিবি-ওএমএসের মাধ্যমে সুলভ মূল্যে খাদ্য সহায়তা চলবে।।বাণিজ্যমন্ত্রী

টিসিবি-ওএমএসের মাধ্যমে সুলভ মূল্যে খাদ্য সহায়তা চলবে।।বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের কোনো মানুষ যেন অনাহারে না থাকে সেজন্য টিসিবি ও  ওএমএসের মাধ্যমে সরকার সুলভ মূল্যে খাদ্য সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।  তিনি বলেছেন, যতদিন প্রয়োজন হবে ততদিন এ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূলে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করছে টিসিবি। রোববার (১১ সেপ্টেম্বর) রংপুর নগরীর কেরানীপাড়ায় টিসিবির চলতি মাসের পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, পারিবারিক কার্ডের মাধ্যমে পণ্য কিনে দেশের প্রায় ৫ কোটি মানুষ উপকৃত হচ্ছে। প্রতি মাসেই টিসিবি এসব পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রয় করবে। এর পাশাপাশি সরকার ওমমএস-এর মাধ্যমে খাদ্য সহায়তা দিচ্ছে। ইতোমধ্যে বাজারে এর সুফল পাওয়া যাচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষের জীবনমানের উন্নয়ন ও নিরাপদে থাকা নিশ্চিত হয়েছে। সে কারণেই আগামী সাধারণ নির্বাচনেও দেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পক্ষে রায় দেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন