News71.com
 Business
 17 Sep 22, 04:29 PM
 1416           
 0
 17 Sep 22, 04:29 PM

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান।।

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান।।

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশের বিনিয়োগ সুবিধা লুফে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে লন্ডনের হোটেল ক্ল্যারিজে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন যুক্তরাজ্যের কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রি (সিবিআই) এর সভাপতি ও চেলসির লর্ড কারান বিলিমোরিয়া (Lord Karan Bilimoria of Chelsea)। এ সময় প্রধানমন্ত্রী সিবিআই সভাপতির মাধ্যমে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের এ আহ্বান জানান। বাংলাদেশে দেশী-বিদেশী বিনিয়োগের সম্ভবনা ও সুযোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ক্রমবর্ধমান স্টার্ট-আপের অবস্থা এবং 'ডিজিটাল বাংলাদেশ' এর কল্যাণে করা বিভিন্ন কাজের কথাও বলেন তিনি। টিকা গবেষণার উন্নয়নে তার সরকারের প্রচেষ্টা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদার হিসেবে কাজ করতে বাংলাদেশের আগ্রহের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এছাড়া ভবিষ্যতের সম্ভাব্য অংশীদারিত্বের সুযোগগুলো খুঁজে বের করে কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন লর্ড কারান বিলিমোরিয়া। বাংলাদেশ প্রতিষ্ঠার আদর্শকে সমুন্নত রাখতে এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন