নিউজ ডেস্কঃ বাণিজ্য সম্প্রসারণে মুক্ত বাণিজ্য চুক্তি করবে বাংলাদেশ ও কম্বোডিয়া। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নিউইয়র্কের হোটেল লোটে প্যালেসে দ্বিপাক্ষিক বৈঠকে এ চুক্তি করতে সম্মত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। পরে পররাষ্ট্র একে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ার সঙ্গে বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারের লক্ষ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement) করার আগ্রহ প্রকাশ করেন এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রীও এ প্রস্তাবে একমত পোষণ করেন। আব্দুল মোমেন জানান, বৈঠকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী কম্বোডিয়া থেকে বাংলাদেশে চাল রপ্তানির বিষয়ে একটি চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেন। সেই সঙ্গে কম্বোডিয়াতে কৃষিভিত্তিক বিনিয়োগ, ভৌত অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানান। পররাষ্ট্র মন্ত্রী বলেন, আসিয়ানের চেয়ার হিসেবে কম্বোডিয়া রোহিঙ্গা সমস্যা সমাধানের সকল প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন। পরে হোটেল লোটে প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কসোভোর রাষ্ট্রপতি ভিজোসা ওসমানি সদরিউ (Vjosa Osmani-Sadriu) এর সঙ্গে বৈঠক করেন।