নিউজ ডেস্ক: টানা দর পতনের মুখে পড়েছে দেশের শেয়ার বাজার। ফ্লোরপ্রাইস প্রত্যাহারের পর গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিনই বাজারে বড় দরপতন হয়েছে। গতকাল রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসেও সূচকের বড় পতনে লেনদেন শুরু হয়েছে। এদিন এই বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার দরই কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র। এদিকে টানা দরপতনে আতঙ্কে রয়েছে বিনিয়োগকারীরা। তাদের জিজ্ঞাসা, সামনে বাজার কি আরও পড়বে?
বাজার বিশ্লেষকরা বলেছেন, দীর্ঘদিন ফ্লোরপ্রাইস থাকার কারণে অনেক বিনিয়োগকারী প্রয়োজনের সময় তাদের শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারেননি। সে সময় তারা ঋণ করে প্রয়োজন মিটিয়েছে। ফলে ফ্লোরপ্রাইস প্রত্যাহারের পর একদিকে যেমন শেয়ার বিক্রির চাপ বেড়েছে। তেমনি অনেক অতিমূল্যায়িত শেয়ারের দরও সমন্বয় হচ্ছে। এ জন্য বাজারে দরপতন হচ্ছে। তবে টানা এই দরপতনে আতঙ্কিত বিনিয়োগকারীরা। গতকাল একটি সিকিউরিটিজ হাউজের নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিনিয়োগকারী অনেকটা হতাশার সুরে বলেন, বাজার কি আরও পড়বে? কী হবে সামনে? বাজার পর্যালোচনায় দেখা যায়, ফ্লোরপ্রাইস প্রত্যাহারের পর গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮০ দশমিক ৩৫ পয়েন্ট কমেছে। গতকাল কমেছে ৭৭ পয়েন্টের বেশি।