নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মিস্ত্রিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় যমুনা গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।যমুনা নদীর ক্রমাগত ভাঙনে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় আবাদি জমি ও বসতভিটার পাশাপাশি গত চার বছরে প্রায় ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে গেছে। এর মধ্যে চলতি বর্ষা মওসুমে চারটি প্রাথমিক বিদ্যালয় বিলীন হয়েছে। যে কারণে এসব প্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থী ঝরে পড়েছে। আর ভেঙে যাওয়া স্কুলগুলোর অধিকাংশই এখন বাড়ির উঠান অথবা বাঁধের ওপর খোলা আকাশের নিচে পরিচালিত হচ্ছে। এ কারণে রোদ-বৃষ্টিতে কষ্ট করে কোমলমতি শিক্ষার্থীদের সেখানেই কাস করতে হচ্ছে। এ ছাড়া নদীভাঙন অব্যাহত থাকলে আরো পাঁচ থেকে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
শিক্ষা অফিস ও স্থানীয়রা জানায়, এ বছর বর্ষা মওসুমের শুরু থেকেই যমুনা নদী ভয়ঙ্কর মূর্তি ধারণ করে ক্রমাগতভাবে বসতবাড়ি, ফসলি জমি, দোকানপাট, ধর্মীয় প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি স্থাপনা, পশ্চিম শৌলজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাষপয়েল সাথিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউসুফশাহী সলঙ্গী প্রাথমিক বিদ্যালয় ও মিস্ত্রিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীতে বিলীন হয়ে গেছে। এ ছাড়া গত চার বছরে হিজুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর ছলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সম্ভুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌবাড়িয়া উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌবাড়িয়া পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, অ্যয়াজি ধুপুলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,
পয়লা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাথরাইল নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, বৃদাশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৃদাশুরিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাঁটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দত্তকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাথরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য শিমুলিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, থাক মধ্য শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাফানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাফানিয়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়, করুয়াজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর বোয়ালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাষদেলদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চৌহালী মহিলা ফাজিল মাদরাসা, এসবিএম কলেজ, চৌবাড়িয়া কারিগরী কলেজ,
মুঞ্জুর কাদের কারিগরী কলেজ, দত্তকান্দি কেএম উচ্চবিদ্যালয়, হাঁটাইল নি¤œমাধ্যমিক বিদ্যালয়, আরআরকে দাখিল মাদরাসা, পয়লা দাখিল মাদরাসা, পয়লা উচ্চবিদ্যালয়, খাষপুখরিয়া বিএম উচ্চবিদ্যালয়, চৌহালী আদর্শ উচ্চবিদ্যালয়, খাষকাউলিয়া বালিকা উচ্চবিদ্যালয়সহ প্রায় ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, বসতি ও প্রায় ২০ হাজার একর আবাদি জমি যমুনায় বিলীন হয়ে গেছে। আরো পাঁচ থেকে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান বর্তমানে নদী ভাঙনের মুখে রয়েছে। নদীতে বিলীন হয়ে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ঠাঁই হয়েছে কারো বাড়ির উঠানে, খোলা মাঠে অথবা ওয়াপদা বাঁধে। আবার কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ভেঙে যাওয়া ঘরের চালের টিন দিয়ে কোনো রকম ছাপরা তুলে চলছে পাঠদান।
এতে রোদ-বৃষ্টি উপেক্ষা করে গাদাগাদি করে কাস করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের।রোববার মিস্ত্রিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীদের সুন্দর পরিবেশে পাঠদানের জন্য ২০০৯-১০ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) বরাদ্দকৃত ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত একাডেমিক ভবন যমুনার ভাঙনে বিধ্বস্ত হয়ে পড়ে আছে। বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। তারা পাশের একটি বাড়িতে খুপড়ি ঘর তুলে পাঠদান অব্যাহত রেখেছে বলে স্কুলের প্রধান শিক্ষক নুরুল আলম জানিয়েছেন।এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজ জানান, যমুনায় বিলীন হয়ে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অন্যের বাড়ি অথবা খোলা স্থানে ঘর তুলে পাঠদানের ব্যবস্থা চালু রাখা হয়েছে।
নদীতে বিলীন হয়ে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারিভাবে দ্রুত ভবন নির্মাণের দাবি জানাচ্ছি।এ ব্যাপারে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান বলেন, যমুনার ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। আর ভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পাঠদানের বিষয়টি সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।এ ছাড়া নতুন ভবন নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। নতুন ভবন নির্মাণ হলে দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।