News71.com
 Bangladesh
 04 Sep 17, 06:56 AM
 1027           
 0
 04 Sep 17, 06:56 AM

সিরাজগঞ্জে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষে আহত ১০ ।।

সিরাজগঞ্জে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষে আহত ১০ ।।

 

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের বেলকুচিতে ঈদ শুভেচ্ছা ব্যানার লাগানোকে কেন্দ্র করে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। আজ উপজেলার তামাই হাইস্কুল মাঠে কেন্দ্রীয় বিএনপির উপ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম ও জেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল ইসলাম খান পাপ্পু সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে । আহতদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সবুজ হোসেন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মজনু শিকদার ও উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক মোক্তার হোসেনকে আশংকাজনক অবস্থায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত রাজাপুর ইউনিয়ন য্বুদলের সাধারণ সম্পাদক আশরাফুল, ভাঙ্গাবাড়ি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম ও ভাঙ্গাবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি শাহীন, বিএনপি নেতা বরাদ আলী, বেলকুচি পৌর যুবদেলর সাবেক সাংগঠনিক সম্পাদক সুরুজ মন্ডলসহ বাকিদের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন