নিউজ ডেস্কঃ অবশেষে উত্পাদনে ফিরল রাজশাহী রেশম কারখানা। দীর্ঘ ১৫ বছর বন্ধ থাকার পর আজ সোমবার দুপুরে কারখানার একটি লুমে পরীক্ষামূলকভাবে রেশম কাপড় উত্পাদন শুরু হয়। রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা কাপড় উত্পাদন কাজের উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন রাজশাহী রেশম কারখানার পরিচালক আনিসুল হক ভুঁইয়া, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা।রাজশাহী রেশম কারখানার পরিচালক আনিসুল হক ভুঁইয়া জানান,বন্ধ করার আগে কারখানাটিতে ৩০০ কর্মকর্তা-কর্মচারী কাজ করতেন। বন্ধের পর সব শ্রমিক বেকার হয়ে পড়েন। তাদের মধ্যে যারা এখনো কাজ করতে পারেন,তাদের কারখানায় কাজের সুযোগ দেওয়া হবে। লুমগুলো চালুর সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে এসব কর্মীদের ডাকা হবে। প্রসঙ্গত,অব্যাহত লোকসানের মুখে ২০০২ সালের ৩০ নভেম্বর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। সেই থেকে কারখানাটি বন্ধ ছিল। কারখানায় এখন মোট ৬৩টি লুম আছে। আগামী দেড় মাসের মধ্যে কারখানার অন্তত পাঁচটি লুম চালু করা হবে। পর্যায়ক্রমে রেশম কারখানার সবগুলো লুমই চালু করা হবে। এর ফলে রাজশাহীতে রেশমের হারানো ঐতিহ্য আবার ফিরে আসবে।
বন্ধ হওয়ার আগে ৬৩টি লুমের মধ্যে উত্পাদন হতো ৩৫টি লুমে। নতুন ২৮টি লুম চালুর আগেই কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। বন্ধের আগে কারখানাটি বছরে এক লাখ ৬ হাজার মিটার রেশম কাপড় উত্পাদন করতো। এখন ৬৩টি লুম চালু হলে বছরে কাপড় উত্পাদন হবে ২ লাখ ৮৭ হাজার মিটার। রাজশাহী নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় ১৯৬১ সালে সাড়ে ১৫ বিঘা জমির ওপর স্থাপিত হয় রাজশাহী রেশম কারখানা। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার প্রায় ১০ কোটি টাকার নতুন যন্ত্রপাতি কিনে কারখানাটির আধুনিকায়ন করে।