নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ শহরের কালীতল এক নম্বর গলির একটি মেসে অভিযান চালিয়ে এনএসআই’র দুই ভুয়া কর্মকর্তাকে আটক করেছে র্যা ব। গতকাল মঙ্গলবার রাতে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে র্যাকব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হচ্ছেন জেলার শিবগঞ্জ উপজেলার চক হরিপুর গ্রামের বাবলু হোসেনের ছেলে একরামুল হক সুমন ওরফে এম সুমন আলী এবং চক নাধরা গ্রামের আব্দুস সামাদের ছেলে রেজাউল করিম রিমন।
এসময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তুল, ল্যাপটপ, বিভিন্ন সিমকার্ড,এনএসআই মহাপরিচালক,এনএসআই এক্সিকিউটিভ অফিসার, বিআরটিএ অফিসের সীল, এনএসআই নিয়োগের ভুয়া নিয়োগপত্রসহ আরও কিছু বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সীল ও ভুয়া কাগজপত্র উদ্ধার করা হয়। আজ বুধবার বিকেলে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়। র্যা ব জানায় আটককৃতরা বিভিন্ন সময় এনএসআই ও ডিজিএফআই এর ফিল্ড অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় চাকুরি দেয়ার নামে প্রতারণা করে আসছিল। এব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের করেছে র্যা ব।