News71.com
 Bangladesh
 28 May 18, 05:37 AM
 1232           
 0
 28 May 18, 05:37 AM

নানা অভিযোগে নওগাঁর নিয়ামতপুর থানার ওসি আকরাম ক্লোজড।।

নানা অভিযোগে নওগাঁর নিয়ামতপুর থানার ওসি আকরাম ক্লোজড।।

নিউজ ডেস্কঃ নওগাঁর নিয়ামতপুর থানার ওসি আকরাম হোসেনকে থানা থেকে ক্লোজড করা হয়েছে। আইনের সহায়তা চাইতে আসা মানুষের কাছে ঘুষ দাবি,ঘুষ না পেলে মারধর,মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়াসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আজ সোমবার সকালে নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,গত শনিবার রাতে নিয়ামতপুর থানার ওসি আকরাম হোসেনকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পুলিশ পরিদর্শক হিসাবে আকরাম হোসেন গত ১৬ মার্চ নিয়ামতপুর থানায় ওসি হিসেবে যোগদান করেন। কিন্তু মাত্র মাস দুয়েকের মধ্যেই তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ গ্রহণ,উৎকোচের টাকা না পেয়ে থানায় আসা সেবা প্রত্যাশী সাধারণ মানুষকে মারপিটসহ মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়াসহ নানা অভিযোগ উঠে। এছাড়া ওই থানার এক নারী কনস্টবলকে অনৈতিক প্রস্তাবেরও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। গত ২০ মে এসব ঘটনা উল্লেখ করে ওসি আকরাম হোসেনের দ্রুত অপসারণ চেয়ে পুলিশের উপর মহলে লিখিত অভিযোগ দেন নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান এনামুল হকসহ স্থানীয় ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এসব ঘটনায় পুলিশ প্রশাসন ও স্থানীয়দের মাঝে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ঘটনা খতিয়ে দেখতে জেলা পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে। শুরু হয় তদন্ত। নওগাঁর পুলিশ সুপার বিষয়টি তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেন। নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ রাশিদুল হককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার হাফিজুর রহমান এবং সহকারী পুলিশ সুপার (প্রশাসন) মতিয়ার রহমান। নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ রাশিদুল হক জানান,গত বুধবার তদন্ত কমিটি অভিযোগকারীদের সাথে কথা বলেন। গত বৃহস্পতিবার পুলিশ সুপার বরাবরে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন