নিউজ ডেস্কঃ ঈদের যাত্রাকে আনন্দদায়ক ও সস্থিদায়ক করতে এবার রাজশাহী-ঢাকা রুটে একটি স্পেশাল ট্রেন চলাচল করবে। ঈদের তিনদিন আগে থেকে ‘ঈদ স্পেশাল’ নামের এ ট্রেনটি চলবে। গতকাল রবিবার পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈদ স্পেশাল ট্রেনটি ১৬ বগি নিয়ে রাজশাহী-ঢাকা রুটে চলবে। ট্রেনটি সাত দিন চলাচল করবে। এই ট্রেন দুপুর দেড়টায় রাজশাহী থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় পৌঁছাবে রাত ৮টা ২০ মিনিটে। ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ৯টা ২৫ মিনিটে ছাড়বে। রাজশাহী পৌঁছাবে রাত সাড়ে তিনটার দিকে। এ ছাড়া এ রুটের আগের সব ট্রেন নিয়মিত সময়সূচিতেই চলবে। ঈদের পাঁচ দিন আগে থেকে ঈদের আগে দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের অফ-ডে প্রত্যাহার করা হয়েছে বলেও জানান তিনি।