নিউজ ডেস্কঃ নওগাঁয় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৮১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা ও ডিবি পুলিশ। এর মধ্যে ১১ থানা পুলিশ গ্রেফতার করেছে ৭৩ জন এবং ডিবি পুলিশ গ্রেফতার করেছে ৮ জনকে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ১০টা থেকে আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত) জেলাজুড়ে এ অভিযান চালানো হয়। জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে,নওগাঁয় মাদক বিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে নওগাঁ সদর মডেল থানা ১৭ জন, আত্রাই থানা ২ জন, রানীনগর থানা ২জন, বদলগাছী থানা ৬ জন, মহাদেবপুর থানা ৩ জন, মান্দা থানা ৮ জন, পত্নীতলায় ১২ জন, পোরশা থানা ১ জন, সাপাহার থানা ৬ জন এবং ধামইরহাট থানা ১১ জনকে গ্রেফতার করেছে।
এদিকে,ডিবি পুলিশের পরিদর্শক সাজেদুল ইসলাম জানান,ডিবি টিম জেলার নওগাঁ সদর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে। নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন জানান,আজ বুধবার সকাল থেকে জেলা জুড়ে ১১ থানা পুলিশ এবং ডিবি পুলিশ মাদকের বিরুদ্ধে সাড়াষী অভিযান পরিচালনা করছে। গত ২৪ ঘণ্টায় ৮১জনকে গ্রেফতার করার হয়েছে এবং একই সাথে হোরোইন, ইয়াবা, গাঁজা, ফেনসিডিল এবং চোরাই মদসহ চোরাল মদ তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।