News71.com
 Bangladesh
 07 Jun 18, 08:27 AM
 1536           
 0
 07 Jun 18, 08:27 AM

রাসিক নির্বাচন ঘিরে ছাত্রলীগের ৪৮টি টিমের ব্যাপক প্রচারণা।।  

রাসিক নির্বাচন ঘিরে ছাত্রলীগের ৪৮টি টিমের ব্যাপক প্রচারণা।।   

নিউজ ডেস্কঃ রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণায় নেমেছে ছাত্রলীগ নেতাদের সমন্বয়ে গঠিত ৪৮টি টিম। রাজশাহী মহানগর,জেলা, বিশ্ববিদ্যালয়, কলেজ ও ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীদের নিয়ে গঠন করা হয়েছে এসব টিম। নৌকায় ভোট চাইতে এসব টিম ৩৭টি ওয়ার্ডে প্রতিদিন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। ছাত্রলীগ নেতাকর্মীরা জানান,আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য রাসিক নির্বাচনে মেয়র পদে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করতে তারা দিনরাত নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রতিটি ওয়ার্ডে তারা জনসংযোগ করছেন। নেতাকর্মীরা এসব এলাকার সর্বসাধারণের কাছে নৌকামার্কার লিফলেট বিতরণ করছেন। এসময় রাজশাহী মহানগরীতে লিটনের উন্নয়ন চিত্র তুলে ধরে জনসাধারণের কাছে নেতাকর্মীরা নৌকা মার্কায় ভোট চাচ্ছেন তারা।

এ বিষয়ে রাবি ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহিল গালিব বলেন,নৌকার প্রার্থী এ দেশের জনগণের আস্থার ঠিকানা। রাজশাহীর যত উন্নয়ন সবই হয়েছে খায়রুজ্জামান লিটনের আমলে। বর্তমান মেয়রের সময় রাজশাহীবাসি শুধু প্রতারিত হয়েছে। তারা কোনো উন্নয়ন পায়নি। তাই এবার প্রতিনিধি নির্বাচনে রাজশাহীর মানুষ ভুল করতে চাচ্ছে না। জানতে চাইলে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ জানান,রাজশাহী মহানগরীর উন্নয়নের রূপকার লিটন ভাইকে জয়ী করতে আমাদের প্রচারণা চলছে। আমরা ভোটারদের কাছে যাচ্ছি। তাদের কাছে ভোট চাচ্ছি।

আগামী ৩০ জুলাই নির্বাচন পর্যন্ত নৌকা মার্কার পক্ষে ছাত্রলীগ প্রচারণা চালিয়ে যাবে। রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন,নির্বাচনী প্রচারণা করতে গিয়ে আমরা মানুষদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। তারা বিগত সময়ের ভুল করতে চাননা বলে আমাদের জানিয়েছেন। রাজশাহী নগরীর মানুষ এবারের নির্বাচনে লিটন ভাইকে বিপুল ভোটে জিতে মেয়র হিসেবে দেখতে চায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন