নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি মঞ্জুর রহমান ওরফে মনিরকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে তিন রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। শিবির নেতা মনিরের বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলায়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,মনিরের বিরুদ্ধে থানায় দুটি মামলা ছিল। তাই আরএমপির গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর শাহ মখদুম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এরপর ডিবি কার্যালয়ে নিয়ে মনিরকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেওয়া তথ্যে আজ বৃহস্পতিবার সকালে নগরীর উপশহর এলাকা থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। এ নিয়ে তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় আরেকটি মামলা করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।