News71.com
 Bangladesh
 27 Oct 18, 11:06 AM
 1564           
 0
 27 Oct 18, 11:06 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের “বি” ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের “বি” ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার “বি” (ব্যবসায় শিক্ষা অনুষদ) ইউনিটের ফলাফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার সন্ধ্যায় ডিনস ভবনে “বি”ইউনিটের তালিকা প্রকাশ করা হয়। ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত মেধাক্রম অনুযায়ী “বি” ইউনিটের অধীন বাণিজ্য গ্রুপ থেকে ১৩৬৫ এবং অবাণিজ্য গ্রুপ থেকে ৪২০ জন পরীক্ষার্থীর সাক্ষাৎকার গ্রহণ করা হবে। আগামী ২০ নভেম্বর সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সাক্ষাৎকার শেষে ওইদিনই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এর আগে মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd) গিয়ে ৫ থেকে ১৫ নভেম্বরের মধ্যে বিভাগ পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাক্ষাৎকারে অংশগ্রহণের দিন ভর্তিচ্ছুকে পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, বিভাগ পছন্দক্রম ফরমের প্রিন্ট কপি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অ-বিজ্ঞান স্ট্রিমের ভর্তিচ্ছু এবং বিজ্ঞান স্টিমের যে সব পরীক্ষার্থী ভর্তি পরীক্ষার উত্তরপত্রে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য ইচ্ছা প্রকাশ করেছে তাদের মধ্যে উত্তীর্ণদের জন্য আগামী ৫ নভেম্বর ব্যবহারিক পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পোষ্য কোটায় ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি আগামী ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী কোটায় ভর্তি সংক্রান্ত প্রক্রিয়া যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, জনসংযোগ দফতর ও প্রধান চিকিৎসকের কার্যালয় থেকে পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://admission.ru.ac.bd তে পাওয়া যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন