News71.com
 Bangladesh
 08 Dec 18, 11:43 AM
 1076           
 0
 08 Dec 18, 11:43 AM

সিরাজগঞ্জে মামার হাতে দুই ভাগ্নে খুন ॥  

সিরাজগঞ্জে মামার হাতে দুই ভাগ্নে খুন ॥   

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের চৌহালীতে জমি সংক্রান্ত বিরোধের ও দ্বন্দ্বের জের ধরে মামা এবং তার লোকজনের বেধড়ক পিটুনিতে কাওসার রহমান (২৮) ও মিল্টন রহমান (৩৫) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে ঢাকায় নেওবার পথে গুরুতর আহত কাওসার ও চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মিল্টন মারা যায়। নিহত কাওসার ও মিল্টন চৌহালী উপজেলার খাসপুকুরিয়া ইউনিয়নের পূর্ব কোদালিয়া গ্রামের আলতাফ আলীর ছেলে। পেশায় কাওসার গ্রাম্য পশু চিকিৎসক এবং মিল্টন কৃষিজীবী ছিলেন। এ ঘটনায় নিহতদের মা হায়াতন নেছা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় তার চাচাতো তিন ভাই নাসির উদ্দিন, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম বকুল ও তার স্ত্রী খাসপুকুরিয়া ইউপি সদস্য শিরিন সুলতানা এবং তাদের আত্মীয় ইসরাফিল আলীসহ ৫ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন।

চৌহালী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে কাওসার রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে তার মামা রফিকুল ইসলাম বকুলের দীর্ঘদিনের দ্বন্দ্ব ও বিরোধ ছিল। পূর্ববর্তী দ্বন্দ্ব এবং ক্ষেতে সেচকাজে ড্রেন কাটার বিষয় নিয়ে শুক্রবার বিকেলে উভয় পরিবারের মধ্যে ঝগড়া হয়। এর এক পর্যায়ে রফিকুল ইসলাম ও তার ভাইরা এবং তাদের লোকজন কাওসার ও তার ভাই মিল্টনকে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। গুরুতর আহত কাওসার ও মিল্টনকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে শনিবার ভোর রাতে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। কাওসার পথে এবং দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মিল্টন মারা যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিষয়টি দুঃখজনক বলে জানান ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন