News71.com
 Bangladesh
 26 Aug 19, 11:06 AM
 904           
 0
 26 Aug 19, 11:06 AM

রাজশাহী সীমান্তে বেড়েছে মাদকের চোরাচালান॥সতর্ক বিজিবি

রাজশাহী সীমান্তে বেড়েছে মাদকের চোরাচালান॥সতর্ক বিজিবি

নিউজ ডেস্কঃ রাজশাহী সীমান্ত দিয়ে হঠাৎ করেই ফেনসিডিল পাচার বেড়েছে। গত আট মাসে ২১ হাজার ১৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মাদকের চোরাচালান প্রতিরোধে তাই সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)-১ ব্যাটালিয়নের সদস্যরা। বর্তমানে তারা দিনরাত কাজ করছেন। রোববার (২৫ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিজিবি-১ ব্যাটেলিয়নের নতুন পরিচালক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ তথ্য জানান। তিনি বলেন, রাজশাহীর বিস্তীর্ণ এলাকাজুড়ে ভারতীয় সীমান্ত রয়েছে। যার একটি উল্লেখযোগ্য অংশ আবার নদী পথ। চোরাকারবারীরা তাই এই রুটে মাদক চোরাচালানে নিত্যনতুন কৌশল অবলম্বন করছে। ‘আর ইয়াবা ট্যাবলেট পাশের দেশ মিয়ানমার থেকে চোরাই পথে বাংলাদেশে প্রবেশ করে। তবে বর্তমানে তা ভারতীয় সীমান্ত দিয়েও দেশে পাচার হচ্ছে। সম্প্রতি বিজিবির কাছ থেকে এমন ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে।’ এছাড়া বিজিবির সহযোগিতায় রাজশাহী করিডোর দিয়ে বৈধ পথে ২২ হাজার ৭৭১টি গবাদিপশু আমদানি করা হয়েছে। এতে সরকারের রাজস্ব আয় হয়েছে এক কোটি ১৪ লাখ ১৮ হাজার টাকা। আমদানি হওয়া পশুর মধ্যে রয়েছে পাঁচটি ঘোড়া, ১১ হাজার ৪৬৮টি গরু এবং ১১ হাজার ২৯৮টি মহিষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন