News71.com
 Bangladesh
 01 Feb 21, 08:33 PM
 692           
 0
 01 Feb 21, 08:33 PM

বগুড়ায় ‌মদপানে ৫ জনের মৃত্যু।।

বগুড়ায় ‌মদপানে ৫ জনের মৃত্যু।।

 

নিউজ ডেস্কঃ বগুড়ার সদর উপজেলায় মদপানে পাঁচজনের মৃত্যু হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার পুরান বগুড়া, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পৌর সদর উপজেলার পুরান বগুড়া এলাকার লোকমানের ছেলে রাজমিস্ত্রি রমজান আলী (৪০) ও প্রেমনাথের ছেলে সুমন (৩৮), কাটনার পাড়া এলাকার হটু মিয়ার ছেলে শ্রমিক সাজু মিয়া (৫৫) ও বাবুর্চি মোজাহার আলী (৭০)। এছাড়া ফুলবাড়ি সরকার পাড়া এলাকার আব্দুল জলিল (৬৫)।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের তিনমাথা এলাকায় ঋষি পরিবারের ছেলে চঞ্চলের বিয়ের অনুষ্ঠান ছিল রোববার রাতে। সেই উপলক্ষে বিয়ে বাড়িতে আগত লোকজন পার্শ্ববর্তী এক হোমিও দোকান থেকে অ্যালকোহল কিনে পান করে। এরপর তারা অসুস্থ হয়ে পড়েন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন