News71.com
 Bangladesh
 04 Feb 21, 09:34 PM
 678           
 0
 04 Feb 21, 09:34 PM

রাজশাহীকে শিক্ষাযজ্ঞের নগরী হিসেবে গড়ে তোলা হচ্ছে॥ মেয়র লিটন

রাজশাহীকে শিক্ষাযজ্ঞের নগরী হিসেবে গড়ে তোলা হচ্ছে॥ মেয়র লিটন

নিউজ ডেস্কঃ রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীতে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হচ্ছে। রাজশাহী কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনেরও প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সব মিলিয়ে রাজশাহীকে এক বিশাল শিক্ষাযজ্ঞের নগরী হিসেবে গড়ে তোলা হচ্ছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মুহা. হবিবুর রহমানের অবসরোত্তর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।

বুধবার রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের দিনব্যাপী নানা আয়োজনে এই বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র খায়রুজ্জামান লিটন রাজশাহী কলেজ অধ্যক্ষের ভূয়সী প্রশংসা করে বলেন, এ মানুষটির কারণে এক সময়ের অবিভক্ত বাংলার উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান রাজশাহী কলেজ পরপর চারবার বাংলাদেশে উচ্চশিক্ষাসহ সবদিক দিয়ে প্রথম স্থান অধিকার করেছে।

তার সুযোগ্য নেতৃত্বের কারণে ঝকঝকে তকতকে ক্যাম্পাসে ছাত্রদের মাঝে হানাহানি কিংবা বিদ্বেষ নেই। এ মানুষটির কারণে এখানকার ছাত্র-ছাত্রীর মাঝে ভাই-বোনের পবিত্র সর্ম্পক বিদ্যমান। সেই মানুষটি যখন তার শেষ কর্মদিবস পালন করে এবং তাকে নিয়ে তার সহকর্মীরা অন্তর থেকে কিছু কথা বলে- সেই মানুষটির সম্পর্কে যতই বলা যাক তা কম হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন