News71.com
 Bangladesh
 06 Feb 21, 09:59 PM
 726           
 0
 06 Feb 21, 09:59 PM

পাবনার সাঁথিয়ায় ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত॥

পাবনার সাঁথিয়ায় ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত॥

নিউজ ডেস্কঃ পাবনার সাঁথিয়ায় সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মৃত্যু হয়েছে বাবা ও মেয়ের। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত দশটার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার ভিটাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, নগরবাড়ি থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক সিরাজগেঞ্জর বাঘাবাড়ির দিকে যাচ্ছিল। পথে ভিটাপাড়া এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসবাসরত ভূমিহীন এক দরিদ্র পরিবারের ঘরের মধ্যে ঢুকে পড়লে ট্রাকের নিচে চাপা পড়ে দিনমজুর শাহ বাবু (৩৮) ও তার মেয়ে বৃষ্টি থাতুন (১২)। এসময় ঘটনাস্থলেই তাদের দুইজনের মৃত্যু হয়। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় তার স্ত্রী লাকী খাতুন ও ছেলে সাগর হোসেন।

 

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক-হেলপার পালিয়ে যায়। তবে ট্রাকটি জব্দ করে থানায় নিয়েছে পুলিশ। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন