নিউজ ডেস্কঃ 'পরীক্ষা নিন, নয়তো বিষ দিন' আটকে থাকা পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে এমনটি বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে চলমান পরীক্ষা নেওয়ার দাবি জানানো হয়। এসময় শিক্ষার্থীরা হল বন্ধ রেখে হলেও পরীক্ষা নেওয়ার দাবি জানান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আশ্বাসে দিনের কর্মসূচি স্থগিত করেন তারা।
এ সময় গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সামিরা খাতুন বলেন, ‘আমাদের তত্ত্বীয় পরীক্ষা শেষ হলেও ব্যবহারিক পরীক্ষা শেষ হয়নি। এতে আমরা যারা মেস নিয়ে পরীক্ষা দিতে এসেছি তাদের জন্য ভোগান্তি বেড়েছে। আমরা অর্থনৈতিক ও মানসিক ভাবেও ভেঙে পড়ছি।' ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী তমালিকা হক বলেন, 'আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল ২০১৯ সালে। কিন্তু এখনও সেই পরীক্ষা নেওয়া হয়নি। মাঝখানে পরীক্ষার তারিখ ঘোষণা দেওয়াতে আশার আলো দেখেছিলাম, ঠিক তখনই সব থমকে গেলো।’ আমাদের দু’টো পরীক্ষা হয়েছে, বাকি ছিল আর একটা। পরীক্ষা শেষ না হওয়াতে এটি গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলেও জানান তিনি।