নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে কাভার্ডভ্যানের চাপায় আক্তার মোল্লা (৫৫) নামে ব্যাটারিচালিত ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ এপ্রিল) রাতে শাহজাদপুর-এনায়েতপুর আঞ্চলিক সড়কে উপজেলার ফরিদ পাঙ্গাসী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, আক্তার মোল্লা তার ছেলের ভ্যানে চড়ে বাড়ি যাচ্ছিলেন। পথে একটি কাভার্ডভ্যান ভ্যানটিকে চাপা দিলে গুরুতর আহত হন আক্তার মোল্লা। তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এসআই আব্দুল মান্নান আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাভার্ড ভ্যানটিকে জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে।