নিউজ ডেস্কঃ রাজশাহীতে ডোবায় পড়ে থাকা ড্রামের ভিতর থেকে উদ্ধার ননিকা রাণী রায়ের (২৪) লাশ উদ্ধারের ঘটনায় প্রেমিক পুলিশ কনস্টেবলসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রবিবার বিভিন্ন সময় তাদের গ্রেফতার করা হয় বলে পিবিআইয়ের নিজস্ব ফেসবুক পেজে জানানো হয়। যে মাইক্রোবাসে নিয়ে গিয়ে ননিকার লাশ ফেলে দিয়েছিল সেই মাইক্রোবাসও উদ্ধার করেছে পিবিআই সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন, পুলিশ কনস্টেবল নিমাই চন্দ্র সরকার (৪৩)। তার বাড়ি পাবনার আতইকুল্লা উপজেলার চরাডাঙ্গা গ্রামে। পিবিআই রাজশাহীর একটি চৌকশ পুলিশ টিম রবিবার ভোরে নাটোরের লালপুরস্থ আসামির বোন-জামাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। নিমাই চন্দ্র জিআরপি থানায় কর্মরত।
গ্রেফতার সহযোগীরা হলেন, নগরীর কাশিয়াডাঙ্গা থানার আদারীপাড়ার কবির আহম্মেদ (৩০), রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকার সুমন আলী (৩৪) এবং মাইক্রোবাস চালক নগরীর বিলশিমলা এলাকার আব্দুর রহমান (২৫)। গ্রেফতার পুলিশ কনস্টেবল নিমাই চন্দ্রের দেয়া তথ্যে তাদের গ্রেফতার করা হয়।