নিউজ ডেস্কঃ রাজশাহীর একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করা হয়েছে। একটি ভাড়া বাড়িতে এসব নকল প্রসাধনী গুদামজাত করা হয়। সেখান থেকে পরে মহানগরীসহ আশপাশের জেলা-উপজেলায় বাজারজাত করা হতো। এ ঘটনায় নকল প্রসাধনী প্রস্তুতকারককেও আটক করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানে আটক প্রস্তুতকারক হলেন সওকত আলী (৩৮)। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ার কয়ড়া সরাতলায়। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস গণমাধ্যমকর্মীদের অভিযানের এই তথ্য নিশ্চিত করেছেন।