News71.com
 Bangladesh
 27 Jun 21, 02:10 PM
 539           
 0
 27 Jun 21, 02:10 PM

রামেক হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু॥

রামেক হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।শনিবার (২৬ জুন) সকাল ৮টা থেকে রোববার (২৭ জুন) সকাল ৮টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। শনিবার এ হাসপাতালে ১৭ জনের মৃত্যু হয়েছিল। ফলে এক দিনের ব্যবধানে মৃত্যু কমেছে। কমেছে শনাক্তের হারও। শনিবার রাজশাহীর দু’টি পিসিআর ল্যাবে ৫৬১টি নমুনা পরীক্ষায় ১৩৪ জনের নমুনায় করোনা পজিটিভ শনাক্ত হয়। এতে রাজশাহীতে শনাক্তের হার ৩৪ দশমিক ৪৯ শতাংশ থেকে কমে ২৯ দশমিক ০৮ শতাংশ হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা শনাক্তের হার ১৯ দশমিক ৭২ শতাংশ থেকে কমে ১১ দশমিক ৯০ শতাংশে এসেছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১০ জনের মধ্যে আটজনই করোনা উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এছাড়া একজন রোগীর রিপোর্ট করোনা নেগেটিভ হলেও তার মৃত্যু হয়েছে। আর একজন রোগী করোনা পজিটিভ ছিলেন। মৃতদের মধ্যে চারজন রাজশাহী জেলার, চারজন চাঁপাইনবাবগঞ্জ জেলার ও দু’জন নাটোর জেলার রোগী ছিলেন। আজকের এ মৃত্যু নিয়ে চলতি মাসের এ ২৭ দিনে (১ জুন সকাল ৮টা থেকে ২৭ জুন সকাল ৮টা পর্যন্ত) রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩০৪ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন